বিনোদন

ডিসি সম্মেলনের তারিখ চূড়ান্ত

<![CDATA[

নতুন বছরে জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। তিন দিনের এ সম্মেলন নতুন বছরের অর্থাৎ ২০২৩ সালের ২৪ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি শেষ হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ-সংশ্নিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র ডিসি সম্মেলনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, তিন দিনব্যাপী এই সম্মেলন সশরীরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ইতোমধ্যে সম্মতি দিয়েছেন তিনি। গত সম্মেলনের মতো আসন্ন সমম্মেলনটিও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ডিসিরা রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন : খুনিদের আশ্রয় না দিতে জাতিসংঘে প্রস্তাব তোলা হবে: পররাষ্ট্রমন্ত্রী

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে ৬৪ জেলার ডিসিদের কাছে প্রয়োজনীয় প্রস্তাব আহ্বান করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। ডিসিদের কাছ থেকে আসা সেসব প্রস্তাব ইতোমধ্যে যাচাই-বাছাইও সম্পন্ন হয়েছে। এ নিয়ে সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ঠিক আগে প্রস্তাবের তালিকা চূড়ান্ত হবে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই শেষ ডিসি সম্মেলন। এ কারণে এবারের ডিসি সম্মেলনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!