ডিস-ওয়াশার মেশিন যেভাবে আপনার কাজকে সহজ করবে
<![CDATA[
প্রযুক্তির ছোঁয়া যখন পৃথিবীজুড়ে লেগেছে, তখন সেই ছোঁয়া আমাদের দৈনন্দিন ব্যবহারের কাজে লাগাতে পারলে পরিশ্রম এবং সময় অনেকটা লাঘব হবে। সেই আধুনিক প্রযুক্তির একটি মেশিন হলো ডিস ওয়াশার। যেটি আমাদের শ্রম এবং সময় দুটোই সাশ্রয়ী করে তোলে।
হাত দিয়ে থালা, বাসন, হাঁড়ি-পাতিল ইত্যাদি পরিষ্কার না করে ডিস ওয়াসার মেশিনের সাহায্যে পরিষ্কার করা যায়। যেটি অত্যন্ত সহজ ও কম সময়সাপেক্ষ। এটিতে বিদ্যুৎ খরচও কম হয়। যে কোনো উৎসব, অনুষ্ঠানে স্বল্প সময়ে পরিষ্কারের জন্য ডিস ওয়াসার মেশিন গুরুত্বপূর্ণ।
আগে বাসাবাড়ির সব থালাবাসন হাতে পরিষ্কার করতে হতো, যা ছিল খুব ঝামেলাপূর্ণ কাজ। ডিশ ওয়াশার আবিষ্কার হওয়ার পর এই ঝামেলাপূর্ণ কাজ হতে অব্যাহতি পাওয়া গেছে। এর সাহায্যে রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিশ পরিষ্কার করে শুকানো যায়।
এতে প্রথমে ওয়াটার ইনলেট দিয়ে পানি এসে ট্যাবে পূর্ণ হয় এবং ধোয়ার সময় ডিটারজেন্ট পানির সঙ্গে মিশে ডিসগুলোকে পরিষ্কার করে। এ সময়ে গরম পানিরও স্প্রে করা হয়। ওয়াশ সাইকেল সম্পন্ন হলে পরিষ্কার পানি দিয়ে ডিটারজেন্ট সম্পন্ন পানি ডিশে লেগে থাকলে তা ধুয়ে ফেলা হয়।
আরও পড়ুন: ছেলেদের শার্ট-টিশার্টের ছোট্ট পকেটের কারণ জানলে চমকে উঠবেন
ডিস ওয়াসার মেশিন ব্যবহারের সুবিধা
ডিস মেশিনের সাহায্যে সহজে থালা-বাসন, হাঁড়ি-পাতিল জীবাণুমুক্ত করা যায় কিন্তু যদি সাধারণ সাবান দিয়ে সিল্কের পানির সাহায্যে হাতের মাধ্যমে ধোয়া করা হয় তখন সব জীবাণু মরে না। স্পঞ্জগুলো ব্যাকটেরিয়ার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র এবং এমনকি প্রথম ব্যবহারের পরেও দ্রুত দূষিত হয়ে যায়।
ডিস ওয়াসার মেশিনের সাহায্যে যদি পরিষ্কার করা হয় তাহলে গরম পানির মাধ্যমে ধোয়ার কারণে তাড়াতাড়ি পরিষ্কার এবং জীবাণুমুক্ত হয়ে যায়। তাই বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে বা বাসাবাড়িতে অল্প সময়ে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে চাইলে এ মেশিন ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
হাত দিয়ে ডিস পরিষ্কার করা পরিবেশের জন্য ও ক্ষতিকর, এটি প্রমাণিত ও সত্য। পুরনো ডিস ওয়াসার মেশিনগুলোতে পানির এবং বিদ্যুতের ব্যবহার বেশি ছিলো কিন্তু বর্তমান সময়ের ডিস ওয়াসারগুলোতে এর ব্যবহার কম।
ডিস ওয়াসার মেশিন খুব স্বল্প সময়সাপেক্ষ। সারাদিন মানুষ তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। দিন শেষে যখন বাসায় ফিরে তখন তাদেরকে রান্নার সরঞ্জাম এবং খাবার শেষে খাবারের সরঞ্জামগুলো ধুয়ে ফেলতে হয়। কিন্তু সারাদিনের ক্লান্তি আর সময়স্বল্পতার জন্য সব কাজ অনেক সময় করা সম্ভব হয় না। তখন এই ডিস ওয়াসার মেশিন সহায়তা করে। এই মেশিন খুব কম সময়ে সব খাবারের সরঞ্জাম পরিষ্কার করতে পারে।
লেখক: মাজহারুল ইসলাম শামীম। শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।
]]>