ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৩ জন নতুন ডেঙ্গু রোগী। এর আগে, ২১ সেপ্টেম্বর ৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে রাজধানী ঢাকার ১ জন, আর বাকি ৩ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৫৩ জনের মধ্যে ঢাকায় ৬৬৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন এক হাজার ৪৮৬ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৫২ জনে।
বর্তমানে মোট ১০ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৬৫৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৪১৩ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৭০ হাজার ৯০২ জন।
২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।