ডেমোক্র্যাট পার্টি ছাড়ার ঘোষণা এক সিনেটরের
<![CDATA[
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য কিরস্টেন সিনেমা ডেমোক্র্যাটিক পার্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সিনেটর নির্বাচিত হওয়ার চার বছরের মাথায় তিনি এ ঘোষণা দিলেন। খবর বিবিসির।
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে অল্প ব্যবধানে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে বাইডেনের ডেমোক্র্যাট পার্টি। একজন সিনেটর দল ছাড়লে ডেমোক্র্যাটিক পার্টি চাপে পড়বে। তবে কিরস্টেন সিনেমা পার্টি ছাড়লেও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের একটি ভোট থাকায় আপাতত সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটিকদেরই থাকছে।
কিরস্টেন ডেমোক্র্যাটিক দল ছাড়ার ঘোষণা দিলেও রিপাবলিকান শিবিরে যোগ দেবেন না, স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, ভঙ্গুর একটি দলীয় ব্যবস্থার বিরুদ্ধে লড়তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: জর্জিয়ায় জিতে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা
টুইটারে পোস্ট করা এক ভিডিওতে কিরস্টেন বলেন, এখন থেকে আমি একজন স্বতন্ত্র আইনপ্রণেতা হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করব। এর মধ্যদিয়ে আমি এটা দেখাতে চাই, আমি সব সময় কে ছিলাম ও একই সঙ্গে অ্যারিজোনা কি সেটাও জানানো।
ডেমোক্র্যাটিক পার্টি ছাড়ার ঘোষণা দেয়ার মাধ্যমে ভারমন্ট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর বার্নি স্যান্ডার্স ও মেইন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর অ্যাঙ্গাস কিংয়ের দলে যোগ দিলেন কিরস্টেন।
]]>