ডোমারে পুকুরে ডুবে প্রাণ গেল বৃদ্ধার
<![CDATA[
নীলফামারীর ডোমারে পুকুর ডুবে ফুলবানু বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের পূর্ব চিকনমাটি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ফুলবানু শহরের উদয়নপাড়ার মৃত. নিজাম উদ্দিনের স্ত্রী।
ওই বৃদ্ধার ছেলে হামিদুল ইসলাম জানান, মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। শুক্রবার রাতের খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ি। ভোরে মা কখন বের হয়ে গেছে জানতে পারিনি। এক পর্যায়ে খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা খবর দেন পুকুরে ডুবে যাওয়ার কথা। পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
স্থানীয়দের ধারণা ভোরের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হয়তো পুকুরে পড়ে যান ওই বৃদ্ধা।
ডোমার পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাওসার আলম জানান, সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন এক যুবক। পরে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>