বাংলাদেশ
ডোমারে পুকুরে ভাসছিল শিশুর মরদেহ
<![CDATA[
নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে সিনথিয়া আকতার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সিনথিয়া ওই এলাকার সাজিদুল ইসলামের মেয়ে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো জানান, বাড়ির আঙ্গিনায় খেলছিল শিশুটি। হঠাৎ অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে স্থানীয়রা পুকুরে ভাসতে দেখেন। তাৎক্ষনিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
]]>