ঢাকার ইমরানকে সঙ্গে নিলেন টালিউডের কৌশানি
<![CDATA[
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। ২০১৮ সালে ইমরানের গানচিত্রে মডেল হন কৌশানি। ইশ্’ শীর্ষক গানের প্রশংসা করেছিল দর্শক-শ্রোতা।
কাজের সুবাদে তখন ইমরান-কৌশানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে। এরপর তাদের সম্পর্ক আর বাইরে তেমন একটা শোনা যায়নি। তবে বছর চারেক পর এসে এবার ইমরানকে সঙ্গে নিলেন টালিউড সুন্দরী কৌশানি মুখার্জি।
আরও পড়ুন: গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আর নেই
নিজের প্রযোজিত প্রথম সিনেমায় ঢাকার ইমরানকে সঙ্গে নিলেন নায়িকা। খবরটি জানা গেল রোববার (২২ জানুয়ারি) ছবিটির ট্রেলার প্রকাশের পর। ছবির নাম ‘ডাল বাটি চুরমা’। এটি বিকে এন্টারটেইনমেন্টের প্রথম লগ্নিকৃত সিনেমা। প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশানি মুখার্জি ও তার প্রেমিক বনি সেনগুপ্ত। হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি।
রোববার এর ট্রেলার প্রকাশের পর ইমরান জানান, তিনি এ সিনেমায় একটি গান গেয়েছেন। সে জন্য আনন্দ প্রকাশ করে বললেন, ‘প্রিয় কৌশানি ও বনি, তোমাদের জন্য গাইতে পেরে আনন্দিত আমি। তোমাদের নতুন এই ছবির জন্য অনেক শুভকামনা রইল।’
আরও পড়ুন: প্রশংসা কুড়াছে মুহিনের ‘যতনে’
ট্রেলার সূত্রে আঁচ করা গেল, সিনেমাটিতে ইমরানের গাওয়া গানটির নাম ‘কেন যে অকারণ’। এটি সিনেমার বিরহী অংশে শোনা যাবে। ‘ডাল বাটি চুরমা’-এর গল্পটা আবর্তিত হয়েছে কলকাতার দুটি পরিবারকে ঘিরে। যার একটি বাঙালি, অন্যটি রাজস্থানি। তাদের মধ্যকার ঝগড়া আর বনি-কৌশানির প্রেমের উপাখ্যানে এগোবে দৃশ্যপট। ছবিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ। ২০২২ সালের ১৭ মে কৌশানির জন্মদিনে ‘বিকে এন্টারটেইনমেন্ট’ চালু করেন বনি-কৌশানি। এই প্রথম তারা টাকা লগ্নি করলেন সিনেমায়। আর সেই প্রথম প্রচেষ্টায় সঙ্গে নিলেন ইমরানকেও।
]]>




