ঢাকার পাশাপাশি সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী
<![CDATA[
অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। অন্য সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক ঢাকায় বেশি হলেও এবার চিত্র ভিন্ন। সারা দেশেই দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোমবার (৭ নভেম্বর) বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র–
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেলে এক দিনে সর্বোচ্চ ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ওয়ার্ডের পাশাপাশি বারান্দায় মশারি টানিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা।
পার্শ্ববর্তী জেলা যশোরে ভর্তি হয়েছেন আরও ১১ জন ডেঙ্গু রোগী। বর্তমানে জেলার ৪টি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জন। তাদের ২৮ জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
আরও পড়ুন: ডেঙ্গু পরীক্ষার নতুন ফি নির্ধারণ করেছে সরকার
বরিশালে রোগী বাড়লেও হাসপাতালগুলোতে এখনও আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়নি। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৯ রোগীসহ চিকিৎসাধীন ৬৬ জন। আর বিভাগের ৬ জেলায় ২৪ ঘণ্টায় ৬৫ জন ভর্তিসহ চিকিৎসা নিচ্ছেন ১৭৬ জন।
এদিকে নীলফামারীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন ডেঙ্গু রোগী। তারা সবাই ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি ফেরেন।
এ ছাড়া পিরোজপুরে ১২, রাজশাহীতে ৬ এবং কিশোরগঞ্জে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
]]>