ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
<![CDATA[
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি গাছ ভেঙে পড়ার আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ১২টার দিকে যান চলাচল শুরু হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় দুটি গাছ ভেঙে মহাসড়কের ওপরে পড়লে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: চার জেলায় ৭ জনের মৃত্যু
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ সোনারগাঁ স্টেশনের অফিসার সুজন কুমার হালদার জানান, রাত সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সোনারগাঁ স্টেশনের একটি টিম বেরিয়ে পড়ে। লোকেশন খুঁজে পেতে কিছুটা সময় লাগে। পরে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় দুটি গাছ পড়ে থাকতে দেখা যায়। গাছ দুটি সরাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাইওয়ে থানা পুলিশও কাজ করে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেনও সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।
]]>




