বাংলাদেশ

ঢাকা জেলার সেরা ইউএনও সাভারে

<![CDATA[

কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম সেরা হিসেবে মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা যারা সরকারি কর্মচারী বা জনগণের সেবক আছি। আমরা সবসময় আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি আমাদের দায়িত্ব পালন করতে। সরকারের পক্ষ থেকে যখন কোনো উৎসাহ বা প্রণোদনা পাওয়া যায়। সেটা আমাদের কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। পাশাপাশি আমাদের কাজের দায়িত্বটা আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন,  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২’র জন্য ঢাকা জেলায় আমাকে মনোনীত করা হয়েছে। আমার সঙ্গে একজন শিক্ষকও মনোনীত হয়েছেন। এই পদকের জন্য আমি ভীষণ আশাবাদী।

আরও পড়ুন: টুর্নামেন্টের ‘ট্রফি ভাঙা’ সেই ইউএনওকে বদলি

মাজহারুল ইসলাম ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন ২০১৪ সালে। পরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন তিনি এরপর আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ১৫ এপ্রিল ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেয়ার পর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ওই কর্মকর্তা।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!