ঢাকা টেস্টেও নেই রোহিত, কপাল পুড়ল সাইনির
<![CDATA[
চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টের দল থেকেও ছিটকে গেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। আঙুলের চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। এরই মধ্যে নতুন দুঃসংবাদ ‘ম্যান ইন ব্লু’ শিবিরে। ঢাকা টেস্টের দল থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার নবদীপ সাইনি। পেটের পেশীর চোটে সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলা হচ্ছে না তার।
ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই) জানিয়েছে, দলের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাইনি। ইনজুরি থেকে সেরে ওঠার পর ব্যাঙ্গালুরিতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার।
এদিকে, ঢাকা টেস্টের আগে ফিট হয়ে দলে যোগ দেবেন অধিনায়ক রোহিত শর্মা এমনটা শোনা গেলেও নির্ধারিত সময়ের মধ্যে ফিট হতে পারেননি হিটম্যান। এখনো আঙুলে ব্যথা অনুভব করছেন তিনি। ব্যাটিংয়ে খুব একটা সমস্যা না হলেও ফিল্ডিংয়ে নতুন করে আঘাত পাওয়ার শঙ্কা থাকায় এই টেস্টেও বিশ্রামে থাকছেন তিনি।
আরও পড়ুন:ঢাকা টেস্টেও নেই তামিম, প্রথমবার দলে নাসুম
২২ তারিখ থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে প্রথম টেস্টে ভারত ১৮৮ রানে হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশকে।
ঢাকা টেস্টের টিকেটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ১০০ টাকা হলেই মাঠে বসে খেলা দেখতে পারবে দর্শকরা। টিকেটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।
]]>