ঢাকা পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশনের অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন
<![CDATA[
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশনের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
অ্যালামনাই এসোসিয়েশনের অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক সাব্বির আলম লিটু।
লিটু বলেন, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ঢাকা পলিটেকনিকের সব সাবেক ছাত্রদের একই ছাতার নিচে আসতে পারবে। সব ছাত্রদের কারিগরি শিক্ষা গ্রহণে উৎসাহী করবে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক বলেন, পলিটেকনিকের সাবেক ছাত্রদের শত ব্যস্ততার মধ্যেও নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে। ঢাকা পলিটেকনিক থেকে পাস করা ছাত্রদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ
তিনি আরও বলেন, এই অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাধ্যমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করা হবে। ভবিষ্যতে অ্যালামনাই এসোসিয়েশন সদস্যদের সমাজ সেবামূলক কার্যক্রমে কাজে অংশগ্রহণ করা হবে।
সদস্য সচিব মনসুরুল হক মঞ্জু স্বাগত বক্তব্যে বলেন, আগামীতে ঢাকা পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সব সাবেক ছাত্রদের অনলাইনে রেজিস্ট্রেশনের আহবান জানান।
আরও পড়ুন: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সায়েন্স কার্নিভ্যাল শুরু
অনুষ্ঠানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আগামী ২৩ মার্চ অ্যালামনাইয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য সদস্যদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
]]>




