ঢাবিতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় দেখাবে না ছাত্রলীগ
<![CDATA[
কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে রাতে মাঠে নামছে লাতিন দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধু শুক্রবারের (৯ ডিসেম্বর) জন্য বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ রেখেছে ছাত্রলীগ।
সমর্থকদের উন্মাদনাকে কেন্দ্র করে কাতার বিশ্বকাপের শুরু থেকেই বাণিজ্যিক প্রতিষ্ঠান নগদের অর্থায়নে ক্যাম্পাসের হাজী মুহম্মদ মুহসীন হল ও টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানো আয়োজন করে আসছে ছাত্রলীগ।
ফুটবল ম্যাচ দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও হাজারো দর্শকের ভিড় জমে ক্যাম্পাসে। যদিও একদিন আগেই বহিরাগতদের খেলা দেখতে ক্যাম্পাসে না আসার অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজকের জন্য খেলা বন্ধের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
]]>




