Dhaka (ঢাকা)

ঢাবি শিক্ষার্থী এলমা হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে চার্জশিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী হত্যা মামলায় স্বামী ইফতেখার আবেদীনের বিরুদ্ধে ডিবির দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী হত্যা মামলায় স্বামী ইফতেখার আবেদীনের বিরুদ্ধে ডিবির দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

 

বুধবার (২৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালতে মামলাটি নারাজি দাখিলের জন্য ধার্য ছিল। এদিন এলমার বাবা আদালতে হাজির হন। তবে ডিবি পুলিশের দেয়া চার্জশিটের বিরুদ্ধে আপত্তি নেই মর্মে আদালতকে জানান। এরপর আদালত এলমার স্বামী ইফতেখার আবেদীনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

এদিকে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানোর আদেশ দেয়া হয়। পরবর্তীতে সিএমএম নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো আদেশ দেবেন।

জানা গেছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান এলমা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন পাওয়া যায়। তবে এলমার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ওই দিন রাতেই এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।


মামলায় এলমার স্বামী ইফতেখার আবেদীন, শ্বশুর অবসরপ্রাপ্ত কর্নেল মো. আমিন ও শাশুড়ি শিরিন আমিনকে আসামি করা হয়।

গত ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) কাজী শরীফুল ইসলাম এলমাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ায় ইফতেখারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর গত ২০ জুন তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ইফতেখারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ইফতেখারের মা ও বাবার জামিন মঞ্জুর করেন। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!