ঢামেকের সামনে গাঁজাসহ দম্পতি আটক
<![CDATA[
পাশের দেশ থেকে আসা মাদক বিভিন্ন উপায়ে চলে আসছে রাজধানী ও আশপাশের এলাকায়। এমন একটি গাঁজার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজকে আটক করা হয়। এ সময় একটি বাসও জব্দ করা হয়।
হবিগঞ্জ থেকে বাসে করে তিনটি কাপড়ের ব্যাগে ঢাকায় আনা হয় প্রায় ৩০ কেজি গাঁজা। অভিযান চালিয়ে সেই গাঁজাসহ এক নারী ও আরও দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা উত্তর কার্যালয়।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাপড়ের ব্যাগ থেকে বের করে রাখা হয়েছে গাঁজা, যা কাগজ ও টেপে মোড়ানো। অধিদফতরের কর্মকর্তারা বলেন, এর এক একটিতে রয়েছে ২ কেজি বা তারও বেশি। তবে প্রথমে গাঁজা আনার বিষয়ে মানতে নারাজ মাদক কারবারী নারী সালমা আক্তার ও তার স্বামী রাসেল।
বাসের হেলপার উজ্জ্বল জানান, হবিগঞ্জ থেকে দুজন তাদের তিনটি ব্যাগ বাসে তুলে দেয়ার পর ঢাকা থেকে একটি গ্রুপ গ্রহণ করবে বলে জানায়। হাসপাতালের সামনে এ ব্যাগ নিতে আসেন সালমা ও তার স্বামী রাসেল। একপর্যায়ে হেলপারের কথা অনুযায়ী তার ফোনে থাকা নম্বরে কল দিতেই বেজে ওঠে ওই নারীর মোবাইল ফোন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা সহকারী পরিবালক মেহেদি হাসান জানান, আটকরা এর আগেও পাশের দেশ থেকে আসা মাদক হবিগঞ্জ থেকে একই বাসে এনে গাজীপুর ও নারায়ণগঞ্জের মাদককারবারীদের কাছে পৌঁছে দিয়েছে। ঢাকার এ দম্পতি এগুলো গ্রহণ করেন, মূলত হবিগঞ্জ থেকে চালানটা আসে। হবিগঞ্জের মাদককারকাবীরা পাশের দেশ থেকে এটা সংগ্রহ করে বলে আমরা জানতে পেরেছি।
আটক দম্পতির বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা।
]]>