তক্ষক বেচাবিক্রির সময় খুলনায় গ্রেফতার ৪
<![CDATA[
খুলনায় বিক্রয় নিষিদ্ধ তক্ষক বেচাবিক্রিতে সরাসরি জড়িত থাকার অপরাধে তিনজনকে ৬ মাসের কারাদণ্ড ও একজনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ নভেম্বর) রাতে নগরীর রূপসা স্ট্যান্ডরোড মোল্লাবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৬। এ সময় অপরাধীদের সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- রূপসা স্ট্যান্ড রোড মোল্লাবাড়ি এলাকার রুস্তম আলীর ছেলে আরিফুল ইসলাম, সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার আশরাফ শেখের ছেলে ফারুক হোসেন বাপ্পী ও খালিপুর চিত্রালী এলাকার মো. সুলতানের ছেলে মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়া মিজান নামে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বাড়ির আঙিনায় গাঁজা চাষ
র্যাব ৬ খুলনার সহকারী পরিচালক লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার আরিফুল ইসলাম তক্ষক বিক্রির মধ্যস্থতাকারী। গহীন জঙ্গল থেকে তক্ষক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন। সোমবার তক্ষকটি কেনার জন্য তিনজন মোল্লাবাড়িতে আসেন। সেখানে দরদাম করার সময় তাদের আটক করা হয়।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মো. মিজান উৎসাহী হয়ে তাদের সঙ্গে এখানে এসেছিলেন। তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
]]>




