বিনোদন

তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

<![CDATA[

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংবিধান মেনে বিএনপি রাজনীতি করে। নির্বাচনের মাধ্যমে সংসদে যাওয়ার চিন্তা করে। সবকিছুর স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এখন সেই পরিবেশ নেই। বাংলাদেশে এখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগে আমরা ও অন্যান্য দল এ কথা বলত। কিন্তু এখন তাদের যে শরিক দল জাতীয় পার্টি, তারাও সেই কথাই বলছে। আমরা সে জন্য আন্দোলন করছি।’

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতাকর্মীদের গুলি করে হত্যার পরও জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর কোনো বাধাই আমরা মানব না। আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে আমাদের আন্দোলনের তারিখে তারা কর্মসূচি ডাকছে। এর অর্থ হচ্ছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না। সন্ত্রাস তারাই সৃষ্টি করে। সে কারণেই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছে।’

 

আরও পড়ুন:  ৯৬-র আলোকে তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি

তিনি আরও বলেন, আগামী নির্বাচন যদি এ সরকারের আমলে হয়। তাহলে সেই নির্বাচন বাংলাদেশে হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

আজ গুম-হত্যার অভিযোগে র‌্যাবের স্যাংশন (নিষেধাজ্ঞা) দেয়া হয়েছে। র‌্যাব বাংলাদেশ রাষ্ট্রে একটি প্রতিষ্ঠান, সরকার নিয়ন্ত্রিত। হুকুমদাতা হিসেবে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেয়া প্রয়োজন সরকারের ওপর। র‌্যাবের নয়। এ দেশে যত গুম-খুন হয়েছে, তার জন্য দায়ী বর্তমান অনির্বাচিত সরকার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!