তদন্তের আশ্বাসে অনশন ভাঙল রাবি শিক্ষার্থীরা
<![CDATA[
ফলাফল বিপর্যয়ের ঘটনায় তদন্তের আশ্বাস পেয়ে অনশন ভেঙেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে অনশন চলাকালে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় শিক্ষার্থী।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ফলাফল বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভাঙেন।
আরও পড়ুন: রাবিতে উর্দু বিভাগের শিক্ষার্থীদের অনশন
এর আগে সোমবার সকালে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এ অনশন শুরু করেন।
এদিকে অনশনে অংশ নিয়ে উর্দু বিভাগের শিক্ষার্থী মনিজা আকতার, লুনা খাতুন, নুসরাত জাহান পিয়া, সুমাইয়া, রুমানা ও চামেলী খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কমিটির দাবিতে সভাপতি জয়কে অবরুদ্ধ করল ঢাকা কলেজ ছাত্রলীগ
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে ৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭ জন ফেল করেছে। বাকিদের ফলাফলও খুবই খারাপ। তাদের দাবি, বিভাগের শিক্ষকদের মধ্যকার রাজনীতির কারণে ফলাফলের এমন অবস্থা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, পুরো ঘটনা নিয়ে মঙ্গলবার তদন্ত কমিটি গঠন হবে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
]]>