তরুণ ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি
<![CDATA[
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি তরুণ ব্যাটারদের পারফম্যান্সে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছেন তারা। তবে পেসাররা হতাশ করেছে হাবিবুল বাশার সুমনকে।
ধুমধারাক্কার টি-টোয়েন্টি লিগ বিপিএল। আলোচনা-সমালোচনা তো আছেই, সঙ্গে প্রশ্ন আছে বিপিএলে দেশের ক্রিকেটের প্রাপ্তি নিয়েও। কেমন করছেন উদীয়মানরা, তাও আলোচ্য। জাকির হাসান, জাকের আলী, রাকিবুল, তৌহিদ হৃদয়দের পারফম্যান্স ছুঁয়ে গেছে নির্বাচকদের। তবে পেসারদের পারফম্যান্স ছিল গড়পড়তা। হাবিবুল বাশার বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ব্যাটারদের স্ট্রাইকরেটের বিষয়টা। তরুণদের অনেকেই কিন্তু ভালো স্ট্রাইকরেট নিয়ে ব্যাট করছে।’
আরও পড়ুন: লিটনের ঝোড়ো ব্যাটিংয়ে আসরে প্রথম হারের স্বাদ পেল সিলেট
সামনেই ইংল্যান্ড সিরিজ, পুরো বছরই আছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। তবে এখনই তাড়াহুড়া নয়, বরং তরুণদের আরও কিছু দিন পর্যবেক্ষণ করতে চান নির্বাচকরা। দৃষ্টি রাখছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ তথা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে সেখানেও আছে চিন্তার ভাজ। আন্তর্জাতিক সিরিজ তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘ সময়ে রানে নেই নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: পেরেরা-ইমাদের ব্যাটে লড়াকু পুঁজি সিলেটের
নুরুল হাসান সোহানকে ধরা হয়েছিল লোয়ার মির্ডল অর্ডারে টাইগার ক্রিকেটের অন্যতম ভরসা। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলেই। তবে এখনই তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না নির্বাচক প্যানেল। বরং তার সুযোগ মিলছে ইংল্যান্ড সিরিজেও। হাবিবুল বাশার বলেন, ‘সোহানকে কিন্তু আমরা ৬-৭ নম্বরে পাওয়ার হিটার হিসেবে বিবেচনা করে থাকি। ও কিন্তু নিজেকে প্রমাণও করেছে। তাই আমরা আশাবাদী।’
ইংল্যান্ড সিরিজের জন্য আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি স্কোয়াড ঘোষণা করার পরিকল্পনা বিসিবির।
]]>




