বিনোদন

তাইওয়ানের আকাশে চীনের রেকর্ডসংখ্যক বোমারু বিমান

<![CDATA[

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৮টি পরমাণু সক্ষমতাসম্পন্ন এইচ-৬ বোমারু বিমান পাঠিয়েছে চীন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এক টুইটে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের অন্তত ২১টি যুদ্ধবিমান ভূখণ্ডটির দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত ১৮টি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন এইচ ৬ বোমারু বিমান ছিল।

তাইপের অভিযোগ, প্রায় প্রতিদিনই চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। তবে একসঙ্গে এতোগুলো বোমারু বিমান অনুপ্রবেশের ঘটনা এবারই প্রথম। এর আগে অক্টোবরে একসঙ্গে ১৬টি চীনা বোমারু বিমান প্রবেশ করে অঞ্চলটিতে।

আরও পড়ুন: ‘তাইওয়ান আক্রমণের অজুহাত খুঁজছে চীন’

গত সপ্তাহে তাইওয়ানের খাদ্য, পানীয় ও মৎস্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় চীন। এ ঘটনাকে বৈষম্য ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তাইপে। এর কয়েক দিনের মাথায় বিমান পাঠানোর ঘটনা ঘটল। যদিও এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি বেশ স্পষ্ট, যা আরও ভয়াল রূপ ধারণ করে চলতি বছর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কয়েকজন প্রতিনিধির সফরের পর। সে সময় যুদ্ধেরও আশঙ্কা তৈরি হয়। অঞ্চলটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। এমনকি দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার কথাও বলে আসছে বেইজিং। যদিও শুরু থেকেই নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি তাইওয়ানের।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!