বাংলাদেশ

তাকসিম এ খানের ৬ সপ্তাহের ছুটি মঞ্জুর

<![CDATA[

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের আবেদনের ভিত্তিতে ছয় সপ্তাহের ছুটি মঞ্জুর করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে তাকসিম এ খানের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতিপত্র জারি করা হয়।

এতে বলা হয়েছে, চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

এ ছুটির জন্য দুবার আবেদন করতে হয়েছে তাকসিমকে। গত ৭ সেপ্টেম্বর প্রথম আবেদনে তিনি ছুটির সময়টায় যুক্তরাষ্ট্র থেকেই ভার্চুয়ালি ওয়াসার দায়িত্ব পালনের অনুমতি চেয়েছিলেন। তার এ ‘ভার্চুয়াল অফিস’-এর আবেদন নাকচ করে দেয় ঢাকা ওয়াসা বোর্ড।

 

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে বসে অফিস করতে চান ওয়াসার এমডি!

বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে তিনি ভার্চুয়ালি অফিস করার অংশটি বাদ দিয়ে আবার আবেদন করেন।

তাকসিম এ খান ২৪ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এই সময় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম শহীদ উদ্দিন এমডির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!