তামিম-হোপের রানে কুমিল্লার সামনে বড় লক্ষ্য
<![CDATA[
বিপিএলের নবম আসরে পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকছে খুলনা টাইগার্স। ঝুলিতে রয়েছে মাত্র দুটি জয়। এবার ফ্রাঞ্চাইজটি পরিবর্তন করল অধিনায়ক। ইয়াসির আলির বদলে খুলনার অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় শাই হোপকে। আর সেই পরিবর্তনের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে জুটি গড়ে ১৮৪ রান সংগ্রহ করলেন শাই হোপ। তাতে খুলনার সংগ্রহ দাঁড়ায় ২১০ রান।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাটিংয়ে এসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে খুলনা।
আরও পড়ুন: বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে মাত্র ৮ রান নেন খুলনার ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় ওভারে হাত খোলার আগেই বিদায় নেন জয়। ২.৪ ওভারে নাসিম শাহর বলে মাত্র ১ রানেই বিদায় নেন তিনি। এরপরে উইকেটে এসে প্রতিরোধ গড়ে তোলেন শাই হোপ। তামিম-হোপ মিলে ১০৪ বলে ১৮৪ রানের জুটি গড়েন।
শেষ পর্যন্ত ৫৫ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন শাই হোপ। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষদিকে হতাশা নিয়ে ফিরতে হয়েছে ওপেনার তামিম ইকবালকে। ১৯.১ ওভারে মোসাদ্দেক হোসেনের বলে খুশদিল শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। ৬১ বল খেলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৫ রান করেন তিনি।
তামিমের পরে উইকেটে এসে ৪ বলে ১২ রান করেন আজম খান। তাতে খুলনার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২১০ রান।
আরও পড়ুন: কুমিল্লার বিপক্ষে অধিনায়ক বদলিয়ে মাঠে নামল খুলনা
এখন পর্যন্ত ৮ ম্যাচ থেকে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে কুমিল্লা। আর সমান ম্যাচ খেলে একের পর এক হারের মধ্যে মাত্র দুটি জয় রয়েছে খুলনার। তাতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ফ্রাঞ্চাইজটি। হতে পারে এই কারণেই নতুন অধিনায়ক নিয়ে বাকি ম্যাচগুলো খেলার পরিকল্পনা করেছে খুলনা।
]]>