তারকাদের ম্যাচে সেরা হলেন রোনালদো
<![CDATA[
ফুটবল বিশ্বের অন্যতম চমক হিসেবে রিয়াদ অল স্টার ও পিএসজির ম্যাচটিকে অনেকেই সামনের সারিতে রাখবেন। এটিকে বছরের সেরা খেলা বললে হয়তো খুব বেশি অত্যুক্তি করা হবে না। সেয়ানে-সেয়ানে লড়াইয়ের এই ম্যাচে গোলের শুরু করেন লিওনেল মেসি। খেলায় কম মুন্সিয়ানা দেখাননি নেইমার, মারকুইনহোস কিংবা কিলিয়ান এমবাপ্পেরা। তবে সবকিছু ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ অল স্টার একাদশ ও পিএসজির দ্বৈরথ দেখেন বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী। যেখানে পিএসজির হয়ে গোল করেন লিওনেল মেসি, মারকুইনহোস, সার্জিও রামোস, কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকে। আর অল স্টারের পক্ষে দুই গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি করে গোল পান জ্যাং হিউন-সু ও অ্যান্ডারসন তালিস্কা।
আরও পড়ুন: রোনালদোকে হতাশ করে মেসিদের জয়
এ দিন মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি জয় পেলেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে অল স্টারের রোনালদোর হাতে। ম্যাচটিতে দুই গোল করেন রোনালদো। খেলার শুরুতেই পিএসজির হয়ে গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৯ মিনিটে সেই গোল শোধ করেন সিআরসেভেন।
ডি-বক্সের মধ্যে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস ফাউল করেন রোনালদোকে। যার কারণে দেয়া হয় পেনাল্টি। আর সে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান পর্তুগিজ এই তারকা। ৪৩ মিনিটে ব্রাজিল তারকা মারকুইনহোসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে সে বারও দুর্দান্ত শট থেকে গোল করে ম্যাচের সমতা টানেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৫০ মিনিটে পিএসজির ডি-বক্সের সামনে থেকে ফ্রি-কিকের সুযোগ পান পর্তুগিজ স্ট্রাইকার। কিন্তু তার নেয়া শট মেসিদের মানব দেয়ালে লেগে ফিরে আসে। সে সময়ে দলকে বিপদমুক্ত করতে ব্যর্থ হন মারকুইনহোসরা। তাতে কয়েক পা ঘুরে বল রোনালদোর পায়ে আসলেই জালে জড়াতে ভুল করেননি তিনি। আর ম্যাচটিতে এই দুই গোল দিয়ে সেরা খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি।
আরও পড়ুন: প্রতিশোধের খেলা রেখে মাঠ ছাড়লেন তারকারা
যদিও রোনালোদর অল স্টার একাদশ প্রীতি এই খেলায় হেরেছে ৫-৪ গোলে। তবুও দুই গোলের কারণে তাকেই সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় নেইমার পেনাল্টি থেকে গোলের সুযোগ মিস করেন। আর ৩৯ মিনিটে অল স্টারের খেলোয়াড় সালেম আল-দাউসারিকে ফাউল করায় পিএসজির হুয়ান বারনেটকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
]]>