তারেক লন্ডনে বসে দেশকে অস্থিতিশীল করতে চায়: হানিফ
<![CDATA[
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশকে পিছিয়ে নিতে চায়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে শামসুল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশে হানিফ আরও বলেন, বিএনপির কোনো অর্জন নেই। তারা সন্ত্রাস ও দুর্নীতি কায়েম করেছিল। তারা কখনও দেশকে এগিয়ে নিতে পারবে না। তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে স্পষ্ট দুটি ধারা। একটি স্বাধীনতার পক্ষের আর অপরটি স্বাধীনতা বিরোধী। এ দেশ কোনো রাজাকার আলবদরের দেশ নয়। যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: ওয়াদা করেন, নৌকায় ভোট দেবেন: যশোরে শেখ হাসিনা
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
]]>