খেলা

তিন কিশোর ছেলেকেই যুদ্ধে পাঠানোর ঘোষণা কাদিরভের

<![CDATA[

নিজের তিন কিশোর ছেলেকেই ইউক্রেন যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচনিয়া অঞ্চলের প্রধান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। তিনি বলেছেন, ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়া তার ছেলেদের এখন সত্যিকারের যুদ্ধ করার সময় এসেছে। তার তিন ছেলের বয়স এখন যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ বছর। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ অক্টোবর) ছেলেদের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়ে এক টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ বলেন, ‘একজন বাবার উচিত তার সন্তানদের নিজ পরিবার, দেশের মানুষ ও মাতৃভূমি রক্ষার শিক্ষা দেয়া।’

ওই বার্তায় কাদিরভ আরও বলেন, তার ছেলেরা যখন অনেক ছোট, তখন থেকেই তাদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখন তাদের সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতা নেয়ার সময় এসেছে। কাদিরভের ওই পোস্টে একটি ভিডিও দেয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তার তিন ছেলে একটি প্রশিক্ষণ মাঠে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া চালাচ্ছে।

আরও পড়ুন: বৈধতা পেল ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির চুক্তি

২০০৭ সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক কাদিরভ। ওই বছর রমজান কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তখন থেকে চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল।

এর আগে এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। কাদিরভ ভ্লাদিমির পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক। ফেব্রুয়ারিতে ইউক্রেন অভিযান শুরু হলে যুদ্ধের শুরু থেকেই রুশ বাহিনীর সঙ্গে মিলে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে লড়ছে চেচেন বাহিনী।

সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে রুশ বাহিনীর পিছু হটার বিষয়টি মানতে পারছেন না কাদিরভ। এ জন্য একাধিকবার রুশ বাহিনীর নেতৃস্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হাত আছে: খামেনি

শুধু তাই নয়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লিমান রাশিয়ার হাতছাড়া হওয়ার পর গত শনিবার এক বার্তায় ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে পরমাণু অস্ত্র ব্যবহারের আহ্বান জানান কাদিরভ।

সম্প্রতি খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী কিছুটা শক্তি হারানোর পরে কাদিরভ তাদের নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি রুশ বাহিনীর একজন কমান্ডারকে ‘মাঝারি গুণসম্পন্ন ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে জরুরি অস্ত্র সরঞ্জাম নিয়েও আক্ষেপ করেন তিনি।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!