বিনোদন
তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
<![CDATA[
সাপ্তাহিক ছুটিসহ সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল থেকেই সৈকতে পর্যটকের আগমন ঘটে।
আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুঁটকিপল্লি, ঝাউবাগান ও গঙ্গামতিসহ পর্যটন স্পটগুলো।
আরও পড়ুন: গলাচিপায় হাঁসে পাড়ল কালো ডিম
আগতদের এমন ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
]]>