বিনোদন

তিন মাসে লেনদেন ৩০ কোটি, মূলহোতাসহ গ্রেফতার ৬

<![CDATA[

অনলাইনে পর্নোভিডিও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এই চক্রের তিন মাসে প্রায় ৩০ কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- চক্রের মূল হোতা আবু মুসা ইমরান আহমেদ সানি, মো. আবু শামা, ফাতেমা আক্তার, শায়লা আক্তার, শাহ আরমান ও মো. সেলিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১টি মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, ২টি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবই এবং ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা, সিলেট, নোয়াখালী, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

আরও পড়ুন: মহিষ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, অনলাইন প্লাটফর্মে অপরাধ প্রবণতা নিরসনে সরকার ও পুলিশ অত্যন্ত কঠোর। এই অপরাধ প্রবণতা নিরসনে সিটিটিসি বিভাগ নিয়মিত তদারকি করে একটি আন্তর্জাতিক ভিডিও লাইভ প্লাটফর্ম সম্পর্কে জানতে পারে। পরে ব্যাপক অনুসন্ধান ও অনলাইন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে উক্ত অনলাইন মোবাইল এপ্লিকেশন সাইটটির মূলহোতা সানি ও তার সহযোগীদের শনাক্ত করা হয়। গ্রেফতারকৃত সানি সারা দেশে ১২০ জনের অধিক এজেন্টের মাধ্যমে ২০২০ সাল থেকে ভিডিও লাইভ স্ট্রিমিং সাইটটি চালাচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে তাদের ৩০ জনের অধিক এজেন্ট রয়েছে।

তিনি বলেন, সানি ও তার সহযোগীদের সহায়তায় বাংলাদেশে অননুমোদিত ভার্চুয়াল ডায়মন্ড ও ভার্চুয়াল গেম কয়েন ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। সানির ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট পর্যালোচনায় গত ৩ মাসে প্রায় ৩০ কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায়। অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে উপার্জিত টাকা তারা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করতো।

সানি ও তার সহযোগীরা পরস্পরের যোগসাজশে অনলাইন প্লাটফর্মে লাইভ পর্নো ভিডিও সাইট পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে অবৈধভাবে পাচার করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান সিটিটিসি প্রধান।

আরও পড়ুন: একাত্তরের নৃশংসতাকে গণহত্যার স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় করা মামলায় রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!