তিন রুটে চালু হচ্ছে নতুন তিন জোড়া ট্রেন
<![CDATA[
যাত্রী চাহিদা পূরণে অবশেষে চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-চাঁদপুর এবং সিলেট-ময়মনসিংহ রুটে নতুন তিন জোড়া ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। আমদানি করা কোচ আসতে সময় লাগায় বিদ্যমান র্যাক দিয়েই এসব ট্রেন চালানোর প্রস্তাবনা পাঠানো হয়েছে রেল মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই দ্রুততার সঙ্গে এসব ট্রেন চালুর প্রস্তুতি নেয়া হবে।
চাহিদার তুলনায় যোগান একেবারে নগণ্য হওয়ায় রেলওয়ের টিকিট সোনার হরিণ। এর মধ্যে বাস ভাড়া বেড়ে যাওয়ায় রেলের টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। প্রতিটি রুটে অতিরিক্ত ৪ থেকে ৫টি বগি সংযোজন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
আবার ৫০ শতাংশের বেশি যাত্রী বসে যাওয়ার টিকিট না পেয়ে দাঁড়িয়ে (স্টান্ডিং টিকিট কেটে) ভ্রমণ করতে বাধ্য হচ্ছেন।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী থাকলেও আন্তঃনগর ট্রেন রয়েছে মাত্র ৫ জোড়া। একই চিত্র চট্টগ্রাম-সিলেট এবং ময়মনসিংহ রুটে। ব্যাপক যাত্রী চাহিদা থাকার প্রেক্ষিতেই বিদ্যমান র্যাক দিয়েই নতুন তিন জোড়া ট্রেন চালুর একটি প্রস্তাবনা রেল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে এ বছরই ট্রেনে যাওয়া যাবে কক্সবাজার
রেল পরিচালন বিভাগের প্রস্তাবনা অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত অভিজাত ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের একটি র্যাক দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আরেক জোড়া ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেসের র্যাক দিয়ে সিলেট-ময়মনসিংহ রুটে এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসের র্যাক দিয়ে একই রুটে আরো দু’ জোড়া ট্রেন চালানো হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন ৪৮টি আন্তনগরসহ ১৯৬টি ট্রেন চলার কথা থাকলেও নানা জটিলতায় বর্তমানে ৫৬টি ট্রেন বন্ধ রয়েছে।
]]>




