তিস্তায় বড়শিতে ধরা ৯২ কেজির বাঘাইড়
<![CDATA[
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে এক জেলের বড়শিতে ৯২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে জেলে জালাল উদ্দিনের বড়শিতে মাছটি ধরা পড়ে। সকালে উপজেলার খালিশাচাপানি ইউনিয়নের বাইশপুকুর এলাকার পাইকার লালচন রায় (৩২) মাছটি ৯১ হাজার টাকায় কিনে নেন।
পরে নীলফামারী জেলা শহরের কিচেন মার্কেটে আল্লাহর দান মৎস্য আড়তে নিয়ে ৯৪ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
লালচন রায় বলেন, ‘বুধবার ভোর ৪টার দিকে তিস্তা নদীতে বড়শি দিয়ে মাছটি শিকার করেন এক জেলে। আমি তার কাছ থেকে ৯১ হাজার টাকায় কিনে নীলফামারীতে এনে সেটি ৯৪ হাজার টাকায় বিক্রি করি। এতেই আমি খুশি।’
আরও পড়ুন: জেলের জালে ধরা পড়ল ৫ মণ ওজনের ৩টি পাখিমাছ
আল্লাহর দান মৎস্য আড়তের মালিক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘পাইকার লালচন মাছটি আমার আড়তে নিয়ে আসলে ৯৪ হাজার টাকায় সেটি কিনে নেই। মাছটি কেটে ৯২ ভাগ করা হয়। পরে সেটি এক লাখ ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।’
]]>




