তুনিশার মৃত্যুর নতুন তথ্য দিলেন অভিনেত্রী সোনিয়া সিং
<![CDATA[
বলিউড অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুরহস্যের এখনও কূলকিনারা হয়নি। এরই মধ্যে বেরিয়ে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য।
তুনিশার মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত সংস্থা গলদঘর্ম হচ্ছে তখন নতুন এক তথ্য দিলেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী সোনিয়া। সোনিয়া জানান, ১৪ ডিসেম্বর তুনিশার সঙ্গে তার শেষ দেখা হয়। সে সময় তুনিশা তাকে জানিয়েছিলেন, সারাক্ষণ প্রেম নিয়ে কথা বলা শেজানের পছন্দ ছিল না।
এ বিষয়ে তুনিশাকে সান্ত্বনাও দিয়েছিলেন সোনিয়া। বলেছিলেন, সব সম্পর্কেই কমবেশি এমন ঝামেলা হয়ে থাকে।
আরও পড়ুন: মুত্যুর আগে শেজানের মাকে কী বলতে চেয়েছিলেন তুনিশা
সোনিয়ার কথা স্পষ্ট করে যে, তুনিশা শেজানের সম্পর্ক বেশ গভীরই ছিল। তাই শেজানের মা-বাবাকে আম্মু-আব্বু বলেই সম্বোধন করতেন তুনিশা। তবে মৃত্যুর বেশ কয়েক দিন আগে সোনিয়ার কাছ থেকে টাকা ধার করেছিলেন তুনিশা। এতে বেশ অবাকও হয়েছিলেন সোনিয়া।
সোনিয়াসহ অনেক সহকর্মীর কাছেই মনে হয়, তুনিশার মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। কারণ, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও মজা করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন তুনিশা। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন এই অভিনেত্রী।
শুটিংয়ের বিরতিতে আত্মহত্যা করেছেন তুনিশা, তাই বিষয়টা কেউ মেনে নিতে পারছেন না। সহকর্মীদের দাবি, তুনিশার অকাল মৃত্যুর যেন সঠিক কারণ খুঁজে বের করে মুম্বাই পুলিশ।
]]>




