তুরস্কের কার্গো জাহাজ লক্ষ্য করে গ্রিসের গুলি, তীব্র উত্তেজনা
<![CDATA[
এজিয়ান সাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় তুরস্কের একটি কার্গো জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে গ্রিসের কোস্টগার্ড। প্রতিবেশী দেশ দুটির চলমান উত্তেজনার মধ্যে রোববার (১১ সেপেটম্বর) গ্রিসের কোস্টগার্ডের দুটি জাহাজ থেকে একটি তুর্কি জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালালেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গত কয়েক সপ্তাহ ধরে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছে আঙ্কারা।
তুরস্কের কোস্টগার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এজিয়ান সাগরে তুরস্কের বোজকাদা দ্বীপ থেকে ১১ নটিক্যাল মাইল (২০ কিলোমিটার) দূরে থাকা তাদের একটি জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রিসের কোস্টগার্ড উসকানিমূলক গুলি ছোড়ার পরপরই তুরস্কের কোস্টগার্ডের দুটি জাহাজ সেখানে যায়। তখন গ্রিসের কোস্টগার্ডের সদস্যরা পালিয়ে যায়।
আরও পড়ুন: কিয়েভ সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক
গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেছে গ্রিস কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, জাহাজটির গতিবিধি ‘সন্দেহজনক’ হওয়ায় সেটাকে লক্ষ্য করে তারা সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। তারা আরও দাবি করেছে, জাহাজটি গ্রিসের সমুদ্র সীমার লেসবোস দ্বীপের কাছেই ছিল।
গ্রিক কর্মকর্তারা আরও বলেছেন, তারা জাহাজটিতে তল্লাশি চালাতে চাইলেও জাহাজের ক্যাপ্টেন তাদের তল্লাশি চালানোর অনুমতি দেননি। এরপর সেটাকে পাহারা দিয়ে তুরস্কের সমুদ্রসীমায় দিয়ে আসা হয়।
সম্প্রতি এজিয়ান সাগরে থাকা বিরোধপূর্ণ দ্বীপগুলো নিয়ে বিবাধে জড়িয়েছে তুরস্ক-গ্রিস। কয়েক দিন আগে সাগরের ওপরে তুরস্কের একাধিক যুদ্ধবিমানকে হয়রানি করে গ্রিসের যুদ্ধবিমান। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছে।
আরও পড়ুন: খারকিভের ৩০ বসতি পুনর্দখল ইউক্রেন বাহিনীর
]]>




