তেলেগু যে সিনেমায় মজেছে বাংলাদেশি দর্শক!
<![CDATA[
করোনা মহামারির সময় যখন সবাই ঘরে বন্দি ঠিক তখন নেটদুনিয়ায় ঝড় তোলে তেলেগু সিনেমা ‘হিট: দ্য ফার্স্ট কেস’। ভারতের প্রতিটি রাজ্য জয় করে সে ছবি ঝড় তোলে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মনেও।
২০২০ সালে তেলেগু সিনেমা ‘হিট: দ্য ফার্স্ট কেস’ মুক্তির দুই বছর পর এবার মুক্তি পেয়েছে ছবিটির সিকুয়েল ‘হিট: দ্য সেকেন্ড কেস’। দুটি সিনেমাই বাংলাদেশি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠায় তেলেগু এ সিনেমাটি ইংরেজি সাবটাইটেলের পাশাপাশি বাংলা সাবটাইটেলেও দেখা যাবে।
আরও পড়ুন: বছরের শুরুতেই সুখবর দিলেন চিত্রনায়িকা মানসী
ক্রাইম থ্রিলার সিনেমা দর্শক এর আগে দেখে থাকলেও এ সিনেমায় দর্শক আগ্রহ রেখেছে মূলত দুটি কারণে। প্রথমত, তেলেগু সিনেমার বেশিরভাগেই ‘ওভার দ্য টপ’বা ফেন্টাসি ধরনের। বাস্তবে যার মিল খুঁজে পাওয়া কঠিন।
অন্যদিকে, ছবিতে কাহিনি বলার ধরন ছিল বেশ ভিন্ন। পরিচালক শৈলেশ কোলানু দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে পর্দায় গল্প বলেছিলেন, এ সত্য স্বীকার করতেই হবে দর্শকদের।
‘হিট: দ্য সেকেন্ড কেস’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ২ ডিসেম্বর । নতুন বছর ৬ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। সিনেমাটিতে পরিচালক শৈলেশ কোলানু দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে পর্দায় গল্প বলেছেন।
প্রথম ছবিতে মুখ্য চরিত্রে বিশ্বাক সেনকে দেখা গেলেও এর সিকুয়েলে থাকছে আদিভি শেষ। এর কারণ হিসেবে এ ছবির অন্যতম প্রযোজক দক্ষিণি তারকা নানি জানান, নায়কের নামে নয়, বরং গল্পের জোরে জনপ্রিয় হয়ে উঠুক সিনেমাটি।
প্রথম সিনেমাটিতে দর্শককে কোনো ক্লু ধরিয়ে না দিলেও দ্বিতীয় সিনেমাটিতে পুলিশের সঙ্গে সঙ্গে রহস্য উদ্ঘাটন করতে পেরেছে দর্শক। একটি খুনকে কেন্দ্র করে ঘটনা এগিয়ে যায়।
একজন নারীর খণ্ডিত মৃতদেহ নিয়ে তৈরি হয় নাটকীয় ক্লাইমেক্স। । ফরেনসিক বিভাগ জানায়, দেহের খণ্ডিত অংশগুলো একজন নয় বরং তিন আলাদা নারীর! এরপরই সিরিয়াল কিলারকে খোঁজার মিশন শুরু হয় নায়কের।
আরও পড়ুন: বিমানবন্দরে অক্ষয়পুত্রকে বাধা, ভিডিও ভাইরাল
সিকুয়েল সিনেমাটিতে কেডি মানে আদিভির প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। প্রথম ছবি ‘হিট: দ্য ফার্স্ট কেস’-এর মতো দ্বিতীয় ছবি ‘হিট: দ্য সেকেন্ড কেস’ ছবিটিও মনে ধরেছে বাঙালি দর্শকদের।
]]>