তেল ও জ্বালানি স্থাপনায় মারাত্মক ক্ষতির দাবি সিরিয়ার
<![CDATA[
দফায় দফায় তুরস্কের বিমান হামলায় সিরিয়ার তেল ও জ্বালানি স্থাপনার মারাত্মক ক্ষতির দাবি করেছেন সিরিয়ার তেল ও খনিজসম্পদমন্ত্রী বাসাম তোহমে। এমনকি গ্যাসক্ষেত্রে হামলা চালানোয় গ্যাস উৎপাদন বন্ধ করতে হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার (০২ ডিসেম্বর) মধ্যপ্রচ্যের সংবাদমাধ্যম আল মনিটর এ খবর প্রকাশ করে।
গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহতের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে ওঠে তুরস্ক-সিরিয়া সীমান্ত। হামলার পর সীমান্তের সুরক্ষা নিশ্চিতে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীর হামলা জোরদারে তুর্কি প্রেসিডেন্টের ঘোষণার পর দফায় দফায় সিরিয়ায় কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ‘পিকেকে’র অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তুরস্ক।
সবশেষ সিরিয়ার কামিশলি শহরে গেল সপ্তাহে তুর্কি সেনাবাহিনীর চালানো রকেট হামলায় বেশ কয়েকজন নাগরিক নিহতের পাশাপাশি তেল ও জ্বালানি স্থাপনার মারাত্মক ক্ষতির দাবি করেছেন সিরিয়ার তেল ও খনিজসম্পদমন্ত্রী। উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির কথিত অবস্থানে তুরস্ক যে বিমান হামলা চালিয়েছে তাতে সিরিয়ার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন: সিরিয়া এখন পরাশক্তিগুলোর ‘খেলার মাঠ’
সিরিয়া কর্তৃপক্ষ জানায়, গ্যাস বিস্ফোরণের ফলে দূষণের মাত্রাও বেড়ে যাওয়ার পাশাপাশি গ্যাসক্ষেত্রে হামলা চালানোয় গ্যাস উৎপাদনও বন্ধ করে দিতে হয়েছে।
ওই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। সেই সঙ্গে দেশটিতে সামরিক অভিযান না চালাতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।
আরও পড়ুন: সিরিয়ায় ফের তুরস্কের রকেট হামলা
তুর্কি সরকারের প্রতি একই আহ্বান জানায় রাশিয়াও। তবে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক এবং কুর্দি যোদ্ধাদের মধ্যে ক্রমাগত উত্তেজনা নিরসনে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে যোগাযোগ করেও আশার আলো দেখছেনা ওয়াশিংটন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার প্রচেষ্টাও তুর্কি ও কুর্দি যোদ্ধাদের মধ্যে উত্তেজনা নিরসনে তেমন প্রভাব ফেলছেনা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
]]>




