তৈরি হচ্ছিলো ভেজাল সার, জরিমানা
জয়পুরহাটে ভেজাল সার তৈরির দায়ে ক্রপটেক বাংলাদেশ নামে এক কৃষিপণ্য উৎপাদনকারী কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় পরিচালিত কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় ও পরীক্ষার জন্য সারের নমুনা জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আমরা ও র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করি। এ সময় ক্রপটেক বাংলাদেশ নামে একটি কৃষিপণ্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরির অভিযোগ ও দৃশ্যমান কিছু অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, পরীক্ষার জন্য কিছু পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।




