থালা ধুতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল গৃহবধূর
<![CDATA[
বাগেরহাটের মোংলায় থালা ধুতে গিয়ে পুকুরে পড়ে শাহিদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শাহিদা বেগম একই এলাকায় মেয়ের বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মেয়ে পারভীন বেগমের সঙ্গে থাকতেন শাহিদা বেগম (৫০)। দুপুরে খাবারের থালা ধুতে পুকুরঘাটে যান তিনি। এ সময় অসাবধানতাবসত পুকুরে পড়ে যান। পরে তাকে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন মেয়ে পারভীন।
মাকে খুঁজে না পেয়ে পরে পুকুরপাড়ে এসে দেখেন তার মরদেহ ভাসছে।
আরও পড়ুন: বিয়ের দাওয়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
মেয়ে পারভীন বলেন, দুপুরে খাবারের পর আমি ঘরে না থাকায় মা নিজেই পুকুরে থালা ধুতে গেলে পড়ে মারা যান।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
]]>