দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
<![CDATA[
সুপার সিক্সের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। শনিবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের লড়াই। সুপার সিক্সের প্রথম দিনেই স্বাগতিকদের মুখোমুখি লাল-সবুজের দল।
স্বপ্নের মতো বিশ্বকাপ কাটছে বাংলাদেশের মেয়েদের। চলমান বিশ্বকাপের গ্রুপপর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছে দিশা-প্রত্যাশারা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসরের প্রথম ম্যাচেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলার বাঘিনীরা। তারপর দ্বিতীয় ম্যাচে লঙ্কান মেয়েদের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখে লাল-সবুজের দল।
আরও পড়ুন: সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
সবশেষ বুধবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয়রথ অব্যাহত রাখল দিশা-প্রত্যাশারা। যদিও আগের দুই ম্যাচে দাপুটে জয় পেলেও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ
আফিয়া প্রত্যাশা, দিলারা আক্তার, মিষ্টি সাহা, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস (ক্যাপ্টেন), মারুফা আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা ও আশরাফী আর্থি।
]]>




