দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে দিতে চায় ডাচরা
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেই জিতুক, সেমিফাইনালে উঠার ভাগ্য নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর। বাংলাদেশ সময় রোববার (৬ নভেম্বর) ভোর ৬টায় সেমি নিশ্চিত করার মিশনে প্রোটিয়াদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে তাদের সেমির স্বপ্ন ভেঙে দিতে চায় ডাচরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও কোনো সমীকরণেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ নেই ডাচদের। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ টিকে আছে এখনো, তবে ভাগ্য লিখবে অন্যরা। শুধু বাংলাদেশ নয়। সুপার টুয়েলভের চতুর্থ রাউন্ড শেষ করলেও গ্রুপ টু থেকে এখনো শীর্ষ চার নিশ্চিত করতে পারেনি কোনো দল। এমনকি টেবিল টপার ভারত কিংবা এডভান্টেজ বারে থাকা দক্ষিণ আফ্রিকাও না। এখান থেকে কপাল পুড়তেও পারে, আবার সুপার আপসেট ঘটিয়ে বাংলাদেশ পেতে পারে সেমির টিকিট।
এদিন দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে সমান সম্ভাবনা দু’দলেরই। অর্থাৎ ম্যাচ জিতলে উভয়েরই সুযোগ রয়েছে ৬ পয়েন্ট নিশ্চিত করার। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। এর সঙ্গে সাকিবদের নেট রানরেটে পিছিয়ে থাকার বিষয়টা থাকছেই।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে লিটন দাস কি খেলবেন?
নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে সমীকরণ সহজ হবে বাংলাদেশ-পাকিস্তানের জন্য। তাদের মধ্যকার ম্যাচের জয়ী দল কোনো হিসাব ছাড়া চলে যাবে শীর্ষ চারে। তবে প্রোটিয়ারা যদি জিতে যায়, আবার ভারতও জয়ের দেখা পেলে কাপাল পুড়বে বাংলাদেশ এবং পাকিস্তানের।
এই যখন সমীকরণ, তখন ম্যাচটির গুরুত্ব বুঝতে পারছে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। তাই ম্যাচের আগের দিন শনিবার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে ফন মেরওয়া বললেন, তারা কেবল নিজেদের সেরাটা খেলে দক্ষিণ আফ্রিকাকে হারাতে চায়।
তিনি বলেন, ‘ম্যাচটির গুরুত্ব আমরা বুঝতে পারছি। এটা আমাদের জন্য কেবলই আরেকটি ম্যাচ এবং আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাতে চাই। তাই এর চেয়ে বেশি কিছু আমরা ভাবছি না।’
আরও পড়ুন: ভারত-জিম্বাবুয়ে ম্যাচের হাত ধরে পরিষ্কার হবে পয়েন্ট টেবিল
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের দেখা হয়েছে কেবল একবার। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামের সেই ম্যাচে ৬ রানে হেরেছিল নেদারল্যান্ডস। ওয়ানডেতে অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে অনেকবার খেলেছে নেদারল্যান্ডস। তবে মেলেনি জয়। এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে খেলে পাঁচটিতেই হেরেছে তারা, অন্যটি পরিত্যক্ত।
]]>




