মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিল চীন!
দক্ষিণ চীন সাগরে নিজেদের জলসীমায় অবৈধভাবে একটি মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে বেইজিং। পরে ধাওয়া করে সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে চীন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২০ মে) এক বিবৃতিতে চীনা সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড দাবি করেছে, কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্যারাসেল দ্বীপের কাছে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের কার্টিস উইলবার।
পরে মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিতে চীনের নৌযান সেটির পিছু নিয়েছে।
মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে বেইজিং জানিয়েছে, এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র।
আর প্যারাসেল দ্বীপের কাছে নৌচলাচলের অধিকার ও স্বাধীনতার দাবির কথা জানিয়েছে মার্কিন সপ্তম নৌবহর। চীন, তাইওয়ান ও ভিয়েতনাম—এই তিন দেশই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে।
সপ্তম নৌবহর বলছে, চীনা সামরিক বাহিনীর দাবি ভুয়া। কোনো দেশের জলসীমা থেকে কার্টিস উইলবারকে তাড়িয়ে দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইন অনুসারে জাহাজ পরিচালনা করা হচ্ছে।
আন্তর্জাতিক জলসীমায় স্বাভাবিক অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
কথা কি সত্য ?