দলকে উৎসাহ দিতে ফুটবল মাঠে ওয়ার্ড কাউন্সিলর
<![CDATA[
দিন গড়ানোর সঙ্গে উত্তাপ বাড়ছে ঢাকা মেয়র কাপের ফুটবল টুর্নামেন্টের। নিজ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে সর্বদা মাঠেই উপস্থিত থাকছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। দলের প্রয়োজনে অনেকেই আবার নেমেছেন মাঠে। খেলায় কাউন্সিলরদের অংশগ্রহনে টুর্নামেন্টের সৌন্দর্য্য বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন আয়োজকরা।
এবারের মেয়র কাপে খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা। তবে এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ২৬ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। বয়সের বাধা না মেনে নিজ দলের হয়ে মাঠে নামেন তিনি। যদিও তরুনদের সুযোগ করে দিতে প্রথমার্ধের শেষের দিকে মাঠ ছাড়েন তিনি।
নিজ ওয়ার্ডের ছেলেদের খেলায় সম্পৃক্ত করতে ও অনুপ্রাণিত করতেই মাঠে নামা বলে জানান এই কাউন্সিলর। হাসিবুর রহমান মানিক বলেন, ‘আই যখন একটা টিমে খেলি, মানুষের তখন উৎসাহ আরও বেড়ে যায়। আমি মনে করি, ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করুক, খারাপ কাজ কেনো প্রতিদ্বন্দ্বিতা করতে যাবে!’
আরও পড়ুন:আসমত আলী খান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শুধুই মেয়র কাপেই খেলোয়াড়দের সীমাবদ্ধ করে রাখতে চাননা ওয়ার্ড কাউন্সিলররা। বছরজুড়ে খেলোয়াড়দের খেলায় সমপৃক্ত করতে নিজ নিজ ওয়ার্ডে ক্লাব গঠন করার পরিকল্পনা করছে তারা।
মানিক বলেন, ‘ফুটবল ও ক্রিকেটের একাডেমি করলে আমারা কিছুটা হলেও ফল পাবো। আর না হলে সম্ভব নয়।’
আরেক কাউন্সিলর শামসোজ্জোহা মেয়র কাপ আয়োজনের কারণে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে তৃতীয়বারের মতো মেয়র কাপ আয়োজিত হচ্ছে। প্রতিবছর এটা আয়োজন করা হয়ে থাকে। প্রতিটি ওয়ার্ডেই উৎসবের মতো করে সময়টা পালন করি আমরা।’
মেয়র কাপের মাধ্যমেই ঢাকার ফুটবল আবার তার সোনালী অতীত ফিরে পাবে বলে বিশ্বাস কাউন্সিলরদের।
]]>



