খেলা

দলে জায়গা হারানো তাসকিনের ফর্মে সেমির স্বপ্ন দেখছে বাংলাদেশ

<![CDATA[

কঠিন অধ্যবসায়, আর একাগ্রচিত্তের অনুশীলনে জয় করা সম্ভব সব প্রতিবন্ধকতা, যা করে দেখিয়েছেন তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়ার জন্য কেঁদে বুক ভাসানো এই ছেলেটাই বিশ্বকাপ সুপার টুয়েলভে সরাসরি খেলা বোলারদের মধ্যে উইকেট শিকারে সবার ওপরে। তার ফর্মে বাংলাদেশ স্বপ্ন দেখছে সেমিফাইনালের।

মনে পড়ে তো ২০১৯ সালের সেই দিনটার কথা। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে কেঁদে বুক ভাসিয়েছিলেন তাসকিন। স্বপ্ন অসময়ে ভেঙে দুঃস্বপ্নে পরিণত হওয়ার আঘাতে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তখন সমালোচকরা হেসেছিলেন তাসকিনকাণ্ডে। টিপ্পনী কেটেছেন ছিঁচকাঁদুনে বলে।

আঘাত মানুষকে পরিণত করে। একটা জেদ তৈরি করে ফিরে আসার জন্য। যে বোধ তৈরি হয়েছিল তাসকিনের মাঝে! এরপর নিজের সঙ্গে লড়াই। ফুরিয়ে যাওয়া তাসকিন যেন যুদ্ধে নেমে পড়লেন। তপ্ত রোদ আর উত্তপ্ত বালু কিছুই বাধা হতে পারেনি স্পিডস্টারের সামনে। পরের গল্পটা এখন সবারই জানা।

আরও পড়ুন: ম্যাচ হেরেও যে রেকর্ড গড়লেন কোহলি-রোহিত

কোনো এক বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছিলেন, সুযোগ আসলে আসরের সেরা বোলার হতে চান! তার সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে হাসির রোল পড়ে যায়। মুখ বুঝে সহ্য করা পেসার শুধু অপেক্ষায় ছিলেন সুসময়ের। মাত্র বছর তিনেক ব্যবধানে প্রমাণ হাতে নাতে।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলা বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় সবার ওপরে তাসকিন। তিন ম্যাচে ৮ উইকেট নেয়া এই স্পিডস্টারের স্ট্রাইক রেট ৮ দশমিক ২। দলে জায়গা হারানো বোলারই এখন অটো চয়েজ। তার এই সাফল্যে মুখ লুকানোর জোগাড় নিন্দুকের।

আরও পড়ুন: দল শীর্ষে, নিজেকে যে কারণে কাঠগড়ায় তুললেন বাভুমা

উইকেট পেলে তাসকিন দু’হাত মেলে উড়ে বেড়ান। তার ডানায় এবার উড়ার উপলক্ষ বাংলাদেশের। তিন ম্যাচে দুই জয় পাওয়া লাল-সবুজ আছে বিশ্বকাপ সেমির সমীকরণে। অ্যাডিলেইডে ভারত বধ কাব্য রচিত হলেই বাস। আরও একবার তাসকিনে ভরসা। তাসমান পারে স্পিডস্টারে ভর করে ফিরে আসুক ২০১৫ বিশ্বকাপ সুখস্মৃতি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!