বাংলাদেশ

দলে দলে টঙ্গীতে আসছে মানুষ, রাস্তায় তীব্র যানজট

<![CDATA[

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন। ফলে রাজধানীর বিমানবন্দরগামী সড়কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যানজটে আটকে থাকা গাড়ির সারি বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা পর্যন্ত ছাড়িয়ে যায়।

যানজটে দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহন বাসের হেলপার এনামুল হোসেন গণমাধ্যমকে বলেন, ইজতেমাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ যাচ্ছে আজ। সে জন্য রাস্তায় তীব্র যানজট।

উত্তরায় অফিসগামী রাকা চৌধুরী নামে এক যাত্রী বলেন, সকাল ৭টায় বের হয়েছি। এখনো খিলক্ষেতে আটকে আছি। প্রায় ১ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। জানি না কখন এই যানজট মুক্ত হবে।

আরও পড়ুন: শত সড়কের উদ্বোধনী ফলক ভেঙে ফেলার ঘটনায় সেতুমন্ত্রীর নিন্দা

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন। ভোররাত থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে সড়কে।

উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!