দল পেলেন মুস্তাফিজ-তাসকিন
<![CDATA[
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির টি-টেন লিগে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মুস্তাফিজকে দলে নেয় টিম আবুধাবি। আর তাসকিনকে দলে ভিড়িয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। এতে আসরে পাঁচ বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন।
এর আগে একবার টি-টেন লিগে দল পেলেও বিসিবি অনাপত্তিপত্র না দেয়ায় খেলা হয়নি বাঁ হাতি পেসার মোস্তাফিজের। মুস্তাফিজ, তাসকিন ছাড়াও টি-টেন লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী। তারা সবাই খেলবেন বাংলা টাইগার্সে।
বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব।
আরও পড়ুন: টি-টেনে সাকিবের দলে সোহান-মৃত্যুঞ্জয়
মুস্তাফিজের দলে আছেন ক্রিস লিন, অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, নাভিন উল হকের মতো তারকারা।
এদিকে টি-টেনের এবারের প্লেয়ার্স ড্রাফটে নাম থাকা তামিম ইকবাল, আফিফ হোসেনকে এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দলে ভেড়ায়নি।
আট দলের অংশগ্রহণে এবারের আসর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী ২৩ নভেম্বর। আর ৬০ বলের টুর্নামেন্টের ষষ্ঠ আসরের পর্দা নামবে আগামী ৪ ডিসেম্বর।
]]>




