দাঁড়ালেন না সৌরভ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তার দাদা
<![CDATA[
ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পদ ছাড়ার পর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সৌরভ গাঙ্গুলীর। নিজেই গণমাধ্যমকে সে তথ্য জানিয়েছিলেন বিসিসিআইয়ের সদ্য সাবেক সভাপতি। কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি তিনি। ফলে মনোনয়ন জমা দেয়া একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সৌরভের দাদা স্নেহাশীষ গাঙ্গুলী। খবর কলকাতাভিত্তিক গণমাধ্যমগুলোতে।
রোববার (২৩ অক্টোবর) ছিল সিএবির মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। তিনি ইডেনে এসেছিলেনও। কিন্তু তার মধ্যে মনোনয়ন জমা দেয়ার মতো কোনো তৎপরতা দেখা যায়নি। শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদও ইডেনে এসেছিলেন তিনি। সেদিন সৌরভ বলেছিলেন, ‘রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার সময় রয়েছে। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন: রোহিতের উদ্দেশে যা বললেন দীনেশ কার্তিক
শনিবার সিএবিতে ঘণ্টা দুয়েক থাকাকালীন অন্য কর্তাদের সঙ্গে ঘনঘন বৈঠক করতে দেখা গিয়েছিল সৌরভকে। পরিস্থিতি দেখে অনেকে আন্দাজ করেছিলেন সিএবি নির্বাচনই হয়তো হবে না। কানাঘুষা চলছিল সৌরভ মনোনয়ন নাও দিতে পারেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
আরও পড়ুন: ‘এশিয়া কাপ বন্ধ করে দেয়া হোক’
সিএবিতে মনোনয়ন না দেয়ার অর্থ সৌরভ গাঙ্গুলী আপাতত ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকছেন না। দিন কয়েক আগে পর্যন্ত তার আইসিসিতে যাওয়া নিয়ে একটা জল্পনা ছিল। কিন্তু বিসিসিআই কর্তারা ভারতীয় বোর্ডের তরফে কাউকে প্রার্থী না করার সিদ্ধান্ত নেয়ায় আইসিসিতেও মনোনয়ন দেননি সৌরভ।
]]>




