Feni (ফেনী)দাগনভূঞাঁ

দাগনভূঁইয়ায় কুকুরের কামড়ে আহত ১৮, এলাকাজুড়ে আতঙ্ক

দাগনভূঞা | তারিখঃ December 1st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 25 বার

দাগনভূঁইয়ায় প্রতিনিধি->>

দাগনভূঁইয়া উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ১৮ জন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধ রয়েছে। আহতদের ফেনী জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন বিকালে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মকবুলের টেক, রামনগর, মোহাম্মদপুর ও দক্ষিন করিমপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১৮ জন পথচারী আহত হয়।

গুরুতর আহত রামনগরের আইয়ান (২), আবদুল্লাহকে (৫) ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মোহাম্মদপুর গ্রামের আশিক (৮), রামনগরের ১৫ মাস বয়সী তাওসান হাসান ও অন্তরকে (১০) দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা যায়।

রামনগরের যুবক মো. শাহাদাত হোসেন জানান, হঠাৎ উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। মসজিদের মাইকেও ঘোষণা করা হয়েছে অভিভাবকদের সচেতন করার জন্য। কুকুরের কামড়ে আহতদের জেলা ও উপজেলার হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা ভালো নয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা জানান, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পেয়েছি। এলাকাগুলোতে গিয়ে ভ্যাকসিন দেয়া হয় না। তবে আক্রান্ত এলাকাগুলোতে কুকুরের ভ্যাকসিন দেওয়া হবে, যাতে জলাতঙ্ক রোগ ছড়াতে না পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!