দাগনভূঞায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
দাগনভূঞা | তারিখঃ November 15th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 63 বার
দাগনভূঞা প্রতিনিধি->>
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দাগনভূঞায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক ও দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তউা হাসান ইমাম।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি)সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও স্টল অংশগ্রহণ করে। বিকেলে পুরস্কার বিতরণি অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান মেলায় দাগনভূঞা উপজেলা পর্যায়ে সিনিয়র গ্রুপে চতুর্থবারের মতো প্রথম স্থান অর্জন করেন উপজেলার অন্যতম সেরা কারিগরি ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান দাগনভূঁঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। মাধ্যমিক পর্যায়ে প্রথমস্থান অর্জন করে সিলোনিয়া উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা একাডেমিকে দ্বিতীয়, আতাতুর্ক মডেল উচ্চ বিদালয় ও প্রতাপপুর উচ্চ বিদলয়কে যৌথভাবে তৃতীয় ঘোষণা করা হয়।
এই মেলায় বিশেষ গ্রুপে অংশগ্রহণ করেও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিজ্ঞান ক্লাব। সিনিয়র গ্রুপে বক্তব্য প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে উক্ত ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ২য় সেমিস্টারে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থী মামুনুল ইসলাম সুজন।