দাবি আদায় ছাড়া সড়ক ছাড়বেন না শ্রমিকেরা, যান চলাচল বন্ধ
<![CDATA[
পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন রাজধানীর আরামবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত এবং পল্টন থেকে আরামবাগ সড়কে অবস্থান নেয়ায় দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। তাদের অবরোধের কারণে মতিঝিল এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় প্রায় ২ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানাটিকে রাজধানীর উত্তরখানে স্থানান্তর করা হচ্ছে। এর মালিক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেয়ায় তারা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: শ্রমিক কল্যাণ তহবিলে সোয়া ১৬ কোটি টাকা দিল বিএটি
তারা জানান, কারখানার মালিক আব্দুস সালাম মুর্শেদী এসে শ্রমিকদের পাঁচ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
শ্রমিকদের পাঁচ দফা দাবি হলো- নোটিশ পে বাবদ শ্রমিকদের চারটি বেসিক প্রদান করতে হবে; সার্ভিস বেনিফিট বাবদ প্রতিবছরের জন্য একটি করে বেসিক প্রদান করতে হবে; বার্ষিক ছুটির টাকা প্রদান করতে হবে; মাতৃত্বকালীন ছুটির টাকা দিতে হবে ও দুটি ঈদ বোনাস দিতে হবে।
মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (পেট্রোল) বেলাল হোসেন বলেন, ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করছেন।
]]>




