দায়িত্ব নেয়ার পর প্রথম বক্তব্যে যা বললেন ঋষি সুনাক
<![CDATA[
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন ঋষি সুনাক। তিনি বলেছেন, তার পূর্বসূরী সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যেসব ভুল করেছেন সেগুলো ঠিক করতেই তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পর অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন ঋষি সুনাক। নিয়মানুসারে, ক্ষমতাসীন দলের নেতাই হন প্রধানমন্ত্রী। আর চূড়ান্তভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাজা বা রানি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহ্যাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। সেখানে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানান রাজা। রাজার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সুনাক।
আরও পড়ুন: ঋষি সুনাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিলেন রাজা চার্লস
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে ফিরে আসেন সুনাক। এরপর প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বক্তব্য দেন। সুনাক বলেন, এ মুহূর্তে আমাদের দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। করোনা পরবর্তী ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি। এর মধ্যে ইউক্রেনে যুদ্ধ বৈশ্বিক বাজারকে অস্থিতিশীল করেছে।
তিনি আরও বলেন, লিজ ট্রাস অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে চেয়েছিলেন। এটা ভালো চিন্তা ছিল। কিন্তু তার কিছু ভুল হয়েছিল। এসব ভুল সংশোধন করতেই আমাকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: ঋষি সুনাকের সামনে যেসব চ্যালেঞ্জ
অর্থনৈতিক সংকট মাথায় নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। দায়িত্ব নিয়েই অর্থনৈতিক পরিকল্পনা হিসেবে ব্যবসায়ীদের ওপর ব্যাপক কর ছাড়ের সিদ্ধান্ত নেন। কিন্তু তার এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। ডলারের বিপরীতে পাউন্ডের ব্যাপক দরপতন হয়। ফলে বিদায় নিতে বাধ্য হন ট্রাস। মাত্র ৫০ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
]]>