দিনাজপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
<![CDATA[
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাঞ্চল্যকর হাসানুর রহমান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সামিউল ইসলামকে চিরিরবন্দরের ফকিরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মো. সামিউল ইসলাম চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার
র্যাবের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, চিরিরবন্দরে গত ২৭ ডিসেম্বর একটি হত্যাকাণ্ড ঘটে। থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং প্রধান আসামিকে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
উল্লেখ, রানিপুর ফকিরপাড়ার হাসিনা বানুর ছেলে হাসানুর রহমান গত ২৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টায় জরুরী কাজের কথা বলে ঘর থেকে বের হয়। পরদিন ২৮ ডিসেম্বর দুপুরে চিরিরবন্দর থানার সাতনালা ইউপির বাঁশতলায় অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর দক্ষিণ পার্শ্বে একটি পুকুর হতে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে নিহতের মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
]]>