দিনাজপুরে ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
<![CDATA[
দিনাজপুরে পুরোদমে আমন ধান কাটা ও মাড়াই চলছে। এবার ধানের বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ধানের ন্যায্যমূল্য পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে।
এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বেশি দামে কেনাবেচা হচ্ছে ধান। অনুকূল আবহাওয়া থাকায় এবার ফলনও ভালো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে দিনাজপুরের গোপালগঞ্জ ধানের হাট। কেউ ভটভটি, কেউ ভ্যানে করে বা ট্রাক্টরে ধান নিয়ে আসছেন। হাটে স্বর্ণ, গুটি স্বর্ণ, নেপালি স্বর্ণ প্রতি মণ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা। ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষক।
আরও পড়ুন: নড়াইলে আমন চাষে কৃষকের মুখে হাসি
তবে ব্যবসায়ীরা বলছেন, বিগত বছরের তুলনায় এবার বেশি দাম দিয়ে ধান কিনতে হচ্ছে।
অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার ফলন ভালো হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নুরুজ্জামান।
এবার জেলায় ২ লাখ ৬০ হাজার ৮৩৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ লাখ ৭৭ হাজার মেট্রিক টন।
]]>