দিনাজপুরে ভিক্ষুকের গলা কাটা মরদেহ উদ্ধার
<![CDATA[
দিনাজপুরের বিরলে ওয়াহেদ আলী (৫০) নামে এক ভিক্ষুকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলার দারইল মণ্ডলপাড়া গ্রামের কলাবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ওয়াহেদ আলী একই ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে বিরল উপজেলার গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন তিনি।
আরও পড়ুন: জামালপুরে মেয়ের পর মায়ের মরদেহ উদ্ধার, আটক ২
স্থানীয়রা জানান, ওয়াহেদ আলীকে দুপুর ১২টার দিকে কালিতলা বাজারে বসে থাকতে দেখেন তারা। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী কলাবাগানের মালিক কীটনাশক স্প্রে করতে গেলে গলা কাটা অবস্থায় ওয়াহেদ আলীকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা এ বিষয়টি জানিয়েছেন।
]]>




